বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চলমান কঠোর লকডাউনের ১০ তম দিনে সরকারি বিধি নিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়া, মার্কেট খোলা রেখে বেচাকেনা করা, মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা বকশীগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । ভ্রাম্যমাণ আদালতে ১০ টি মামলায় মোট ৪৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ইউএনও মুন মুন জাহান লিজা স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মানুষের সাথে কথা বলেন এবং সবাই স্বাস্থ্য বিধি মেনে চলা, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে সকলকে অনুরোধ করেন।