বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

মৌলভীবাজারে ১০৫ ব্যক্তিকে ৪৬ হজার টাকা অর্থদন্ড, আটক ৭

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৗলভীবাজারে লকডাউন ও কঠোর বিধিনিষেধ অমান্যের অপরাধে ১০৫ জনকে ৪৬ হাজার ৮০০ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্মমাণ আদালত। এসময় প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া ও কঠোর বিধিনিষেধ অমান্যের অপরধে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন ৭ ব্যক্তি।

শনিবার লকডাউন ও কঠোর বিধিনিষেধের ১০ম দিনে মানুষকে বিধিনিষেধ মানাতে জেলা জুড়ে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন মাঠে। মৌলভীবাজার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার ( এসিলেন্ড) ভ্রামম্মমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতকে সেনাবাহিনী, র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব), পলিশ, বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি), ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা সহযোগিতা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি চলমান রয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্মমাণ আদালত পরিচালনায় মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১০৫ ব্যক্তিকে অর্থদন্ড ও ৭ ব্যক্তি আটক হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com