বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সুহেল রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রতœদীপ বিশ্বাস, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুলে সহকারি শিক্ষক অশোক আচার্য্য, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারভেজ মিয়া, ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
উল্লেখ্য, আগামি ২০ ও ২১ জানুয়ারি বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা চলবে।