শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গাছ চুরির অভিযোগে বনবিভাগ বিভাগের চারজনের বিরুদ্ধে মামলা ৪৮তম বিসিএসের ফল প্রকাশ বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত

শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর শরীফ হত্যার মূল আসামি সজীব আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে মৃত শরীফের হত্যাকরী সজীবকে আটক করেছে পুলিশ। ঘাতক সজীবকে সোমবার (২৯ জুলাই) ভোরে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে আটক করা হয়। নিহত শরীফ শহরতলীর উত্তরসুর এলাকার শায়েস্থা মিয়ার পুত্র।

পুলিশের ধারণা ট্রেন যোগে পালাতে স্টেশনে এসে ট্রেনের অপেক্ষা করছিল ঘাতক সজীব। এর আগে গত শনিবার সন্ধায় শ্রীমঙ্গল কলেজ রোডে শরীফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সজীব। ছুরিকাঘাতে আহত শরীফ পথচারীদের জানায়, তাকে শহরের শান্তিবাগ এলাকার মো. আলমগীর হোসেনের পুত্র সজীব ছুরি দিয়ে আঘাত করেছে। ছুরিকহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা শরীফকে উদ্ধারে এগিয়ে আসেনি। উল্টো তাঁর মুমুর্ষ অবস্থার  ভিডিও চিত্র ধারণ করেন অনেকে। এঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্জল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ আহত শরীফকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষনা করেন। এর পর থেকে নিহত শরীফের বলে যাওয়া তথ্য থেকে সজীবকে খোঁজতে থাকে পুলিশ। এক পর্যায়ে শরীফ হত্যাকান্ডের ৩১ ঘন্টার মধ্যে সোমবার ভোরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ঘাতক সজীবকে আটক করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল-আমিন জানান, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো, হুমায়ূন কবিরের সার্বিক নির্দেশনায় তিনি শহ শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঘাতক সজীবকে আটক করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com