মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় বুধবার (২৮ জুলাই) বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এম এ আহমদ আজাদ,সরওয়ার শিকদার, মুরাদ আহমেদ, ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, কার্যনির্বাহি সদস্য এম মুজিবুর রহমান, প্রেসক্লাব সদস্য আবু তালেব, নুরুজ্জামান ফারুকী, নাবেদ মিয়া,সাংবাদিক এটিএম ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আলী জাবেদ মান্না, নাজমুল ইসলাম,ইকবাল তালুকদার, আলাল মিয়া, শাহরিয়ার আহমদ শাওন, স্বপন রবি দাশ, জাফর ইকবাল প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সবাই নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী গত ২৪ তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হন । বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন।