শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

করোনাভাইরাস: আগের রেকর্ড ভেঙে আজ মৃত্যু ২৬৪

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একদিনে দেশে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে, গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ৯০২ জন মারা গেছেন।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের, শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষায় আরও ১২ হাজার ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হলো।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ১২৪ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ২৩ জন ও বরিশাল বিভাগে ১৬ জন মারা গেছেন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও বাসায় ১৯ জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com