শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ও কঠোর বিধিনিষেধ অমান্য করে খোলা রাখার দায়ে একটি রিসোর্ট কতৃপক্ষকে বিশ হাজার টাকার জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ আগষ্ট) বিকেলে রিসোর্ট’টি খোলা অবস্থায় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। উপজেলা সহকারী কমিশনার (এসিলেন্ড) ম্যাজিস্ট্রেট, মো. নেছার উদ্দিন ভ্রাম্ম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশ সহায়তা করেন। মো. নেছার উদ্দিন জানান, নভেম ইকো কটেজট’টি সরকারি বিধিনিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে রিসোর্ট কতৃপক্ষকে বিশ হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়।