শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে বাহুবলের ২ ডাকাত গ্রেফতার

পুলিশের হাতে আটককৃত ডাকাত মাসুম মিয়া

নিজস্ব  সংবাদদাতা : র‌্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাহুবলের ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে র‌্যাব- ৯-এর একটি টিম শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আব্দুল আউয়াল (৩০) ও একই রাতে বাহুবল মডেল থানা পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত দলের অন্য সদস্য মাসুম মিয়া (২৫) কে গ্রেফতার করে। আটককৃত আব্দুল আউয়াল বাহুবল উপজেলার চক হরিহর (মানিকা) গ্রামের আব্দুল মালেকে পুত্র ও মাসুম মিয়া একই উপজেলার ভেড়াখাল গ্রামের নূর মিয়ার পুত্র।

র‌্যাব-৯-এর অভিযানে আটককৃত ডাকাত আব্দুল আউয়াল

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র‌্যাব-৯-এর একটি টিম অভিযান চালিয়ে শ্রীমলঙ্গ এলাকা থেকে ডাকাত আব্দুল আউয়ালকে গ্রেফতার করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে। এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই হাসেম ও এএসআই সাহিদুল হকের যৌথ নেতৃত্বে একদল পুলিশ সিলেটের সুরমা এলাকা থেকে ডাকাত মাসুম মিয়াকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তারা উভয়েই মিলিত হয়ে হবিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে চলছিল বলে আটক সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। ইতিমধ্যে উভয় ডাকাত একাধিকবার হাজতবাসও করেছে বলে পুলিশ জানিয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত আব্দুল আউয়াল ও মাসুম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com