শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশে মাদক বিরোধী অভিযানে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুলাল মিয়া (৪৫) আটক করে জেলা গোয়েন্দা শাখা। আটক দুলাল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম নতুনবাজারস্থ হোটেল মুন আবাসিক এ অভিযান চালায়। এসময় হেটেলের চতুর্থ তলা থেকে ৬০পিছ ইয়াবাসহ দুলালকে আটক করা হয়। বুধবার সকালে তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com