বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা ইউএসডিও’র স্বপ্ন প্রকল্পের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্র্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে এসময় ইউপি সচিব শরিয়তুজ্জামান , স্বপ্ন প্রকল্পের কর্মকর্তা শাহীনুর রহমান শাহীন, স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী খাইরুল ইসলাম, সহকারী প্রশিক্ষক আবদুর রাজ্জাক , সহ ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।
দুর্যোগে ঝুুঁকি হ্রাস, ঝুঁকি এড়ানো, ঝুঁকি স্থানান্তর করা অবশিষ্ট ব্যবস্থাপনা করা, আপদ, বিপদাপন্নতাম ঝুঁকি সক্ষমতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবেলা, জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়।