মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে নাসির উদ্দিনের যোগদানের পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): চলতি বছরের ২ মার্চ জামালপুরের পুলিশ সুপার হিসাবে যোগদান করেন নাসির উদ্দিন আহাম্মেদ। যোগদানের পর গত মার্চ থেকে এ পর্যন্ত ৭৯৫.১ গ্রাম হিরোইন, ৭ হাজার ৫৬৫ পিস ইয়াবা, ৬৪.২৩কেজি গাজা, ১৭১লিটার চোলাইমদ ও ৫৫০ লিটার ওয়াশ, ২১৪পিস সিডিল ট্যাবলেট, ১৫পিস ইনজেকশন ও ৭পিস এভিল ইনজেকশন উদ্ধার করা হয়েছে। যার টাকায় মুল্য ১ কোটি ১০লক্ষ ১৭ হাজার ৫০০টাকা।

এ সময় জামালপুরর সর্বমোট ২ হাজার ৬১০জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেফতার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ বিভাগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে মামলার তদন্ত কাজ শেষ করে অভিযোগপত্র দাখিলের রেকর্ড করেছে পুলিশ সুপার নাসির উদ্দিনের আহাম্মদের দিক নির্দেশনায়। জামালপুরের বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় একটি মামলা মাত্র ২০ ঘন্টায় অভিযোগপত্র দাখিল করা হয়। যার পিছনে ছিলেন এসপি নাসির উদ্দিন আহাম্মেদ।

বাংলাদেশের সীমান্তবর্তী একটি জেলা হচ্ছে জামালপুর। দেশের বৃহত্তম দুই নদী যমুনা ও ব্রহ্মপুত্র এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। জেলায় বিস্তীর্ণ নদী থাকায় এখানে প্রায় সময় নৌ-ডাকাতি একটি সাধারন বিষয় হয়ে দাড়িয়ে ছিল। তিনি যোগদানের পর কঠোর পর্যবেক্ষনের ফলে গত ৩ মাসে একটিও এ ধরনের ঘটনা ঘটেনি।

এছাড়া জেলার সাথে ভারতীয় সীমান্ত থাকায় এখানে চোরাচলান নিত্তনৈমিত্তিক ব্যাপার ছিল। কিন্তু এসপি হিসাবে নাসির উদ্দিন আহাম্মেদের যোগদানের পর সীমান্তে চোরাচালন শতভাগই বন্ধ হয়ে গেছে। পাশাপাশি মাদকের ভয়াল ছোবল থেকেও রক্ষা পেয়েছে যুব সমাজ।
সন্ত্রাস, জঙ্গীবাদ, জুয়া ও বাল্যবিয়ে বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করার ফলে অতীতের যে কোন সময়ের চেয়ে জামালপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে এসপি নাসির উদ্দিন আহাম্মেদের ভুমিকা ছিল নজরকাড়া। সরকার ঘোষিত কঠোর লক ডাউন বাস্তবায়নে পুলিশের ভুমিকা ছিল অত্যন্ত কঠোর পাশাপাশি মানবিক কার্যক্রম খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা ও মাস্ক বিতরণ কর্মসুচিগুলো ছিল প্রশংসার দাবীদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com