রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আদমপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ বিষয়ে বৃহস্পতিবার চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) চম্পক দাম।
তিনি আরও জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষনের স্বীকার মেয়েটি উপজেলার লাতুরগাঁও গ্রামের ও স্থানীয় আদমপুর মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
এদিকে ধর্ষণের পর পালিয়ে যেতে চাইলে ধর্ষক তানহা মিয়াকে আটক করলে স্থানীয় মিরাশী ইউনিয়ন পরিষদের এক সদস্যের নেতৃত্বে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় সুযোগ বুঝে ঘরের জানালা দিয়ে প্রবেশ করে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে তানহা মিয়া নামের ওই যুবক । এসময় মেয়েটির শোর-চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধর্ষককে আটক করলেও স্থানীয় মিরাশী ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া মেম্বার ধর্ষককে ছাড়িয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যরা জানান।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত যুবককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।স্থানীয় মেম্বারের অভিযোগের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভিকটিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।