সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

দাওয়াতে ইসলামীর ৪০ পূর্তি উপলক্ষ্যে চুনারুঘাটে চারা রোপন

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): শনিবার চুনারুঘাটে “চারা রোপণ করুন, বৃক্ষে পরিণত করুন !” এই স্লোগানকে বাস্তবায়ন করতে এগিয়ে এসেছে অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামী।দাওয়াতে ইসলামী’র ৮০টি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো FGRF মানবকল্যাণে নিবেদিত এই বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।

এ কর্মসূচিকে কেন্দ্র করে উক্ত সংগঠনের দায়িত্বরত সকল ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র চারপাশে ফাঁকা ও উন্মুক্ত স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে ফলদ, বনজ চারা সহ বিভিন্ন প্রকারের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ দাওয়াতেইসলামীর সকল সদস্যবৃন্দ।

এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্টান, স্কুল, কলেজ,মসজিদ মাদ্রাসায় চারা রোপন করা হয়।সংগঠনটির এই কর্মসূচিতে অংশ নিতে এগিয়ে এসেছেন সমাজের নানান পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com