সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে করোনাকালীন সময়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্টিত হয়েছে।
সোমবার আজ (৬ সেপ্টেস্বর) সকাল ১০টায় উপজেলার মিরপুর সানশাইন মডেল হাই স্কুলে এ প্রশিক্ষণ অনু্ষ্টিত হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী জাইকার সহায়তায় প্রশিক্ষনের উদ্বোধন করেন বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন এম শামছুদ্দিন। উপজেলার মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহুবল।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার ইফাত। প্রশিক্ষনে দুটি ধাপে মোট ৮০ জন ছাত্রী অংশ গ্রহন করে।