শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বিবিসি।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা জানি, আমাদের দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।’
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পানশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। তালেবানের ঘোষণা অনুযায়ী, পানশির এখন তালেবানের দখলে। আর পানশির দখল নেয়ার ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বতর্তীকালীন সরকারের ঘোষণা দিলো।
নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মুল্লা ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সারাজউদ্দিন হাক্কানি।
আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্রাটফোর্ড কাবুল থেকে বলেছেন, তালেবান যাদের নাম ঘোষণা করেছে তাদের বেশিরভাগ নামই ‘পুরাতন’। লাইনআপে অ-তালেবান সদস্যের থাকার কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ ছিল যে, তালেবান সরকারে যেন অ-তালেবান সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই মন্ত্রিসভা ‘ভারপ্রাপ্ত’। তারা সামনে অন্যান্য গ্রুপের নেতাদের সরকারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।