বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাহুবলে ভ্রাম্যমান আদালতে ৩ প্রার্থীকে জরিমানা

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করায় ৩ প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজন উপজেলার মিরপুর ইউনিয়নের জাতীয় পার্টীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ রমিজ আলী ও দু’জন মেম্বার প্রার্থী রয়েছেন।

রোববার সন্ধ্যায় বাহুবল উপজেলার মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণ বিধিমালা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), (অতিরিক্ত দায়িত্ব) মিলটন চন্দ্র পাল।

এসময় মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রমিজ আলীকে ৩ হাজার ও অপর দুজন মেম্বার প্রার্থীকে ১ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক প্রার্থীর প্রতীকের লাইটিং বন্ধ করে দেয়।

করোনা মহামারীর প্রভাব পুনরায় বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com