রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যারা শপথ নিয়েছেন।
প্রথমে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১০ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান। ওই সময় জেলার লাখাই ও মাধবপুরের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ করানো হয়।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যানরা হলেন গাজীপুর ইউনিয়নের মোহাম্মদ আলী, আহম্মদাবাদ ইউনিয়নের জাকির হোসেন পলাশ, দেওরগাছ ইউনিয়নের মুহিতুর রহমান রুমন ফরাজি, পাইকপাড়া ইউনিয়নের ওয়াহেদ আলী মাষ্টার,শানখলা ইউনিয়নে নজরুল ইসলাম, চুনারুঘাট সদর ইউনিয়নে নোমান চৌধুরী, উবাহাটা ইউনিয়নের এজাজ ঠাকুর চৌধুরী, সাটিয়াজুরী ইউনিয়নে আব্দালুর রহমান আব্দাল, রানীগাও ইউনিয়নের মোস্তাফিজুর রহমান রিপন ও মিরাশী ইউনিয়নে মোঃ মানিক সরকার।
তাছাড়া একই দিন বিকাল ৩ টায় উপজেলার ১০ টি ইউনিয়নের ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্যা ও ৯০ জন সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। উপজেলা হল রুমে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার সহ অন্যন্য অতিথিবৃন্দ। এসময় ১০ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।