বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ওখতিরকা শহরে রাশিয়ার সেনাদের কামান হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের সামি অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্র ঝিভিতস্কি জানিয়েছেন, গত রোববার রুশ বাহিনীর চালানো ওই হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার পর থেকেই স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওপর সামরিক অভিযানের ঘোষণা দেন। তারপর থেকেই রুশ সেনারা সর্বাত্মক হামলা শুরু করে। বর্তমানে তারা রাজধানী কিয়েভের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে অবস্থান করছে। কিয়েভে প্রবেশের চেষ্টা করলেও ইউক্রেনের সেনাদের তুমুল প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে দিমিত্র ঝিভিতস্কি জানিয়েছেন,‘হামলায় বহু মানুষ মারা গেছে। এখন পর্যন্ত প্রায় ৭০ জন মৃত ইউক্রেনীয় সেনার জন্য কবরস্থানে স্থান প্রস্তুত করা হয়েছে।’
এছাড়া এই হামলার প্রতিক্রিয়ায় রুশ বাহিনীকেও পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দিমিত্র ঝিভিতস্কি। তার দাবি, ‘শত্রুদের যা পাওনা, সেটা তারা পেয়েছে। শহরে বহু সংখ্যক রুশ সেনার মরদেহ আছে। আমরা এখন সেগুলো রেডক্রসের হাতে তুলে দিচ্ছি।’
অবশ্য দিমিত্র ঝিভিতস্কির এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
গতকাল সোমবার ইউক্রেন দাবি করেছিল, গত পাঁচ দিনে তাদের সেনাদের হামলায় ৫৩০০ রুশ সেনা নিহত হয়েছে। যদিও তারা বিস্তারিত কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেনি।