সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: বাহুবলে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সুস্থ-বিনোদন ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ’র বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরস্থ বাহুবল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা দেয়ালিকা প্রদর্শন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একক অভিনয়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে দুপুর দেড়টায় উপজেলা নির্বাহী অফিসার জসীম উদ্দিন উক্ত দেয়াল পত্রিকা উৎসব পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি আরডিআরএস বাংলাদেশের এধরনের শিক্ষামূলক কার্যক্রম কে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. এখলাছ মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা রিংকু দাস, আরডিআরএস বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী মো. শাহাদুল হক ও সাংবাদিক মনিরুল ইসলাম শামিম প্রমুখ।