শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর কোয়ারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, একটি মামলায় পীযূষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নগরীতে একটি ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, নারী নির্যাতন ও অস্ত্র আইনে মোট ১০টি এবং জালালবাদ থানায় মারামারির ঘটনায় আরও একটি মামলা রয়েছে।