রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

অনেক হয়েছে, এবার স্বদেশে ফিরতে চাই: সমাবেশে রোহিঙ্গারা

তরফ নিউজ  ডেস্ক: বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন যেনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নানা সময় আলোচনা হলেও তেমন ফলপ্রসূ ফলাফল আসেনি। এবার রোহিঙ্গারা নিজেরা উদ্যোগ নিয়েছে নতুন কর্মসূচির। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে সমাবেশ করেছে রোহিঙ্গারা। সহস্রাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের জমায়েতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি দাবির কথা জানান তারা।

বক্তব্যে রোহিঙ্গা নেতারা বলেন, বাংলাদেশ সরকার আমাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আমাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে চাই। মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন যাতে হয় সেটি রোহিঙ্গাদের প্রধান দাবি।

এসময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য রোহিঙ্গারা নিজেরা নিজেদের মধ্যে সব ক্যাম্পে প্রচারণা বা ক্যাম্পেইন করার উদ্যোগ নেন।

বালুখালী ক্যাম্প-৯ এর মাঝি শফিক বলেন, আমরা নিজেরা একত্রিত হয়ে প্রত্যাবাসনের দাবি জানাব। সব ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে এ মেসেজ ছড়িয়ে দেবো। আমাদের অধিকার ফিরে পেতে চাই। বাংলাদেশ সরকারের এত বছর আশ্রয়ের বিষয়টির জন্য আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাস্টার মুছা, মাস্টার শহিদুল্লাহ, মাস্টার কামালসহ রোহিঙ্গা নারীরা সমাবেশে নেতৃত্ব দেন। এসময় তারা সাধারণ রোহিঙ্গাদের উদ্দেশ্ করে বলেন, আমাদের প্রত্যাবাসন নিশ্চিতে ফিরে যাওয়ার জন্য সব ক্যাম্পে কমিটি গঠন করা হবে। বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীকে সবসময় শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে হবে। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য সবার একতা অবশ্যই প্রয়োজন।

রোহিঙ্গাদের এ সমাবেশকে ইতিবাচক মনে করছেন রাজাপালং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন। তিনি বলেন, এটি ভালো বলে মনে করছি। দ্রুত প্রত্যাবাসনে সহযোগিতা থাকবে।

সমাবেশ শেষে নিজ দেশে দ্রুত ফিরে যাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com