বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজল সরকার (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কটিয়া সরকারের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল দেব মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাক্টর চালক রুবেল মিয়া (২৮) কে উদ্ধার করে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাক্টর চালক উপজেলার পূর্বজয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে বলে জানা গেছে।