রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটি প্রথম সভা বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শিশুদের বিবাদের জেরে আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর কেএনএফের প্রধান সমন্বয়ক বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৬ ফিলিস্তিনি শিশু দিবস: গাজায় প্রতি ঘণ্টায় মরছে ৪ শিশু বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বাহুবল মডেল প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহুবলে ৮ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্ট কর্তৃক ৮ জন প্রাক্তন প্রধান শিক্ষককে গুনী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর ইসলামি একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠান শুরু হয়।

মিরপুর শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব শাহীন, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নীরু, বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি বাহুবল উপজেলার সভাপতি হাবিবুর রহমান, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপিত হাফিজুর রহমান, শিক্ষক কর্মচারী সসমিতির সাধারন সম্পাদক পংকজ কান্তি গোপ টিটু, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আনোয়ার হোসেন সালেহী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আজহারুল ইসলাম মোয়াজ ও নার্সারী মালিক সমিতির সেক্রেটারী মো: ছালেহ আহমদ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া শিক্ষকগণ হলেন, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহতাব আলী, দীননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আরজু মিয়া, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও কানু প্রিয় চক্রবর্তী, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রসিত কুমার দেব, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দ্বিমুড়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননাপ্রাপ্ত শিক্ষক ও অতিথিদের মাঝে সম্মানা ক্রেষ্ট ও ফলের গাছ তুলে দেয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com