মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে ৩ কোটি ৬৬ লক্ষ ৭৬হাজার ৫৪৩ টাকা মূল্যের বিভিন্ন জাতের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি (২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন)। মাদকদ্রব্য ধ্বংসকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় বিজিবি ক্যাম্পে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির সিলেটের উপ মহা পরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল মো. শহিদুল ইসলাম (পিএসসি)।
২৮ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাকসুদুল আলমের সভাপতিত্বে অন্যান্য অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সাজেদুল হাসান, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পরাগ কান্তি দেব, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিজন সেন রায় প্রমুখ।
সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে বলে জানানো হয়। বিজিবির পাশাপাশি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাদক প্রতিরোধে সকল স্তরের মানুষকে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা। এ বছরই সুনামগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে দেশের বিভিন্ন অঞ্চলের মতো স্মার্ট বর্ডার মেনেজম্যান্ট প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হতে পারে বলে জানায় বিজিবি।
আলোচনা সভা শেষে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২০হাজার ৮৯৩ বোতল মদ, ৫ লিটার চোলাই মদ, ৬৪৯ বোতল বিয়ার, ১১হাজার ৮০০ কেজি গাঁজা, ৩,১৩৯পিস ইয়াবাসহ আমদানি নিষিদ্ধ ২৪ লক্ষ ৬৪,৭৯০ পিস বিড়ি ধ্বংস করা হয়।
এরআগে, মাদক প্রতিরোধে করণীয় বিষয়ের উপর একটি নাটিকা ও বাউলগান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। পরে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের অভিনব কায়দায় মাদক চোরাচালানের কৌশল উপস্থাপন করেন বিজিবি সদস্যরা।