বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমল।
বৃহস্পতিবার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
ডিজেল ও কেরোসিনের নতুন দাম ১০৮.২৫ টাকা। এছাড়া অকটেনের দাম ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা, পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১২ টাকা, কেরোসিন ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দামের সমন্বয়ে ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমাসে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দামের সমন্বয় করা হবে বলে তিনি জানিয়েছেন।