বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

তরফ নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমল।

বৃহস্পতিবার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ডিজেল ও কেরোসিনের নতুন দাম ১০৮.২৫ টাকা। এছাড়া অকটেনের দাম ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা, পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১২ টাকা, কেরোসিন ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দামের সমন্বয়ে ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রতিমাসে বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের দামের সমন্বয় করা হবে বলে তিনি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com