মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ ডাকবাংলোর সামনে পিকআপ ভ্যান উল্টে জহির মিয়া (৫৫) ও নুর মিয়া (৩৫) নামের দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির মিয়া উপজেলার হিলালপুর গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে ও নূর মিযা উপজেলার অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল রাতে কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই জহির মিয়া ও সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নূর মিয়ার মৃত্যু ঘটে। দূর্ঘটনার খবরে স্থানী লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত উপজেলার হিলালপুর গ্রামের মিজান মিয়া (৪০), অলুয়া গ্রামের নূরুল আমিন (৩৫) ও গোলগাও গ্রামের ফজলু মিয়া (৫৩) কে উদ্ধার করে প্রথমে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে আহতদের অবস্থার অবনতি ঘটলে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।