শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে বাংলা নববর্ষ ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তাগণ চুরি, ডাকাতি, জুয়া, মাদক সেবন ও প্রচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান। পাশাপাশি উৎসব দু’টিকে কেন্দ্র করে সৌহার্দ্য-স¤প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়।

আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে এ সংক্রান্ত পৃথক দু’টি সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আহসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা ভাইস চেয়ারমান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, পল­ী বিদ্যুতের এজিএম শহীদুল­াহ, মিরপুর কলেজের প্রভাষক এনামুল হক, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, উপজেলা সমাজ সেবা অীফসার কাউসার মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার, বাহুবল মডেল প্রেস ক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, মিরপুর দাখিল মাদরাসার সুপার আলাউদ্দিন আহমেদ, উপজেলা সমবায় অফিসার নেছার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আহসানকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com