শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন আবারও ব্যর্থতার গল্প লিখে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না: নাহিদ

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর ও দাঙ্গামুক্তভাবে অনুষ্ঠিত হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তাগণ বলেন, বিগত ২১ মে অনুষ্ঠিতব্য বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর, সু-শৃঙ্খল ও দাঙ্গামুক্তভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের এমন নিরপেক্ষ ভূমিকা প্রশংসা পাওয়ার দাবিদার। আজ সোমবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ আরও বলেন, যেভাবে ভোটারগণ নির্বিগ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন সেটি স্বস্থিদায়ক ছিল, এ নির্বাচন দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিদায়ী ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, প্রভাষক সামছুল ইসলাম, ডি এন আই সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com