শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তাগণ বলেন, বিগত ২১ মে অনুষ্ঠিতব্য বাহুবল উপজেলা পরিষদ নির্বাচন অবাদ, সুন্দর, সু-শৃঙ্খল ও দাঙ্গামুক্তভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের এমন নিরপেক্ষ ভূমিকা প্রশংসা পাওয়ার দাবিদার। আজ সোমবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ আরও বলেন, যেভাবে ভোটারগণ নির্বিগ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরেছেন সেটি স্বস্থিদায়ক ছিল, এ নির্বাচন দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিদায়ী ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, প্রভাষক সামছুল ইসলাম, ডি এন আই সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব প্রমুখ।