মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
মনিরুল ইসলাম শামিম : বাহুবলের আব্দাকামাল গ্রামে অবস্থিত আকিজ ভেঞ্চার লিঃ-এ গ্যাস ট্রান্সমিশন লাইনে বিস্ফোরণের ঘটনায় এক প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্ততঃ ৩ জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আকঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন দিগ¦বিদিক ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিচয় অনুসন্ধান চলছে।