মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা বাহুবলে দুটি অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার সিদ্ধান্ত শপিংমল-আবাসিকের নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্স’ নিয়োগ, যে ক্ষমতা পাবেন তারা বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ৪ অপরাধী গ্রেফতার বাহুবল জনতা ব্যাংকে বিদায় ও বরণ উপলক্ষ্যে সংবর্ধনা সভা বাহুবলে আকিজ ভেঞ্চার লিঃ-এ গ্যাস লাইনে বিস্ফোরণ : নিহত ৪ বাহুবলে উপজেলা ভিত্তিক নুরানী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল প্রেস ক্লাবের সভাপতি মাসুম, সেক্রেটারি ইমন টমটমের ভাড়া নিয়ে সংঘর্ষে শতাধিক আহত, অগ্নিসংযোগ-লুটপাট

জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার সিদ্ধান্ত

তরফ নিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, আবেদনগুলোতে দেখা যাচ্ছে, অনেক ব্যক্তির ‘ডাকনাম’ পাওয়া যাচ্ছে না। সে কারণে অনেক ক্ষেত্রে সেটা (সমস্যার) সমাধান করা যাচ্ছে না। এ জন্য কালকে (গতকাল রোববার) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এটা নিয়ে যখন বসেছিল, তখন আলোচনায় প্রাথমিক একটা চিন্তা এরকম হয়েছে যে বাংলাদেশে প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করেন। সেক্ষেত্রে এনআইডির ২ নম্বর ফরমে ডাকনাম নিয়ে আসা যেতে পারে, যা সম্ভবত অনেক লোককে আইডেন্টিফাই (চিহ্নিত) করতে সহায়তা করবে।

মহাপরিচালক হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন, সচিবালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করলে একাধিক স্ত্রীর নাম এনআইডির ২ নম্বর ফরমে অন্তর্ভুক্ত করা যাবে।

তিনি বলেন, অনেক সময় কোনো কোনো নারী এসে তাঁর নাম স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেন। কিন্তু আমরা এটা তো সুয়োমোটো (স্বপ্রণোদিত হয়ে) করতে পারি না। আমরা যদি ২ নম্বর ফরমে, একাধিক স্ত্রী যদি কারও থাকে, যদি সেই নামটা আগেই সংরক্ষণ করে নিই, বা সংরক্ষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে হয়ত ওই প্রবলেমটা আর থাকবে না। এ জন্য আমরা ২ নম্বর ফরমে এটা রাখার যায় কিনা এটা নিয়ে আলোচনা করেছি প্রাথমিকভাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com