বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার চুনারুঘাট পকেট কমিটির প্রতিবাদে ঝাড়ু মিছিল মিরপুর বাজারে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল যাদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

বাহুবলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে অর্ধ লাখ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে যৌথ বাহিনী ও খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। মিরপুর বাজারে যৌথবাহিনীর অভিযানকালে অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে আত্মগোপন করেন।

হবিগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মিষ্টির কার্টুনের ওজন বেশি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স কুটুমবাড়ি মিষ্টিঘরের মালিক আরমান মিয়াকে ১০ হাজার টাকা, জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানোর দায়ে মেসার্স শাহজাহান মিষ্টি ঘর এর মালিক শাহজাহান খানকে ৪ হাজার টাকা, নষ্ট গুড় ও মেয়াদোত্তীর্ণ চা-পাতা রাখার দায়ে মেসার্স রিপন ভেরাইটিজ স্টোর এর মালিক আলী হোসেনকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে তিন ভাই হোটেলের মালিক সুন্দর আলীকে ৬ হাজার টাকা ও জিলাপিতে অস্বাস্থ্যকর রং মিশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে মেসার্স দীপক মিষ্টান্ন ভান্ডারের মালিক দীপক পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখিত এ ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com