মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ জেলা দলে সুযোগ পেয়েছে এস এস ফুটবল একাডেমীর ৫ খেলোয়াড় ঢাবি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীর লাশ উদ্ধার আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন

মাধবপুরে ধর্ষণের অভিযোগে আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বেলাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খুরশেদ আলী (১৬), বানিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মনির হোসেন (২০) ও বহরা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে আবদাল মিয়া (২০)।

ভিকটিমের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওই কিশোরী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুরে তার নানার বাড়িতে থাকতো। বুধবার রাতে মেয়েটিকে ফুসলিয়ে স্থানীয় একটি ব্রিজের পাশে নিয়ে ধর্ষণ করে লম্পটরা। পরে ওই তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com