মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বাহুবলে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : আগামী ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন মডেল স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট এম. এ মজিদ, দৈনিক মানবজমিন পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম মনি, বাহুবল প্রেসক্লাব সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম, মিরপুর প্রেসক্লাব সভাপতি দিদার এলাহী সাজু ও দৈনিক জননী পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তুফা শৈবাল।

সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও দৈনিক দিনকাল এর বাহুবল প্রতিনিধি এম. শামছুদ্দিন এর সভাপতিত্বে এবং সাপ্তাহিক হবিগঞ্জের সকাল পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা তাজুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক আব্দুল করিম।

কর্মশালায় ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com