মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সোমবার দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা।

আহতদের মধ্যে ওই গ্রামের কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮) এবং আবু লায়েককে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে গরু দিয়ে খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সেই সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়। তবে সবাই কাজে ব্যস্ত থাকায় সালিশি বৈঠক হতে দেরি হয়।

দুপুরে এ নিয়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

ওসি গোলাম মোস্তফা বলেন, সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়; বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com