বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

আবারও ব্যর্থতার গল্প লিখে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

তরফ নিউজ ডেস্ক: দুইশ রানও করতে পারলো না বাংলাদেশ। ২৮৬ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা অলআউট হয়েছে ১৮৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহীদ হৃদয়, তাও আবার ৭৮ বলে।

মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান করেছেন কুশল মেন্ডিস।

জবাবে খেলতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যদিও পারভেজ-তানজিদের জুটিতে ইতিবাচক শুরু করেছিল বাংলাদেশ। তবে তা লম্বা হয়নি। তানজিদ ফেরার পর শূন্য রানে বোল্ড হয়ে যান নাজমুল হোসেনও। এরপর পারভেজকে নিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন হৃদয়, সেটিও লম্বা হয়নি।

একপ্রান্তে ব্যাটসম্যানরা আসা–যাওয়া করলেও আরেক প্রান্তে হৃদয় ধরে খেলছিলেন। কিন্তু ৫১ রানে তিনি বোল্ড হয়ে যাওয়ার পর বাংলাদেশের আশাও প্রায় শেষ হয়ে যায়। এরপর যাওয়া-আসার মিছিলে নামমাত্র ২৭ রান করেন জাকের আলি, ২৮ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এর আগে, প্রথমে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে তানজিম সাকিবে ধরাশায়ী হন নিশান মাদুশকা। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে ইনিংস এগিয়ে নেয়ার দায়িত্ব নেন পাথুম নিশাঙ্কা। সেই পাথুমকে ৩৫ রানে আটকে দেন স্পিনার তানভির ইসলাম। কামিন্দু মেন্ডিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। তাকে নিয়ে ১২৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৮ রানে তাসকিনের শিকার হয়ে ফেরেন চারিথ আসালাঙ্কা।

বেশিক্ষণ টিকতে পারেননি জানিত লিয়ানাগে। মিরাজের বলে হিট উইকেট হয়ে আউট হওয়ার আগে ১৭ বলে ১২ রান করেন তিনি। এরপর নিজের বলে দারুণ ক্যাচ নিয়ে কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নের পথ দেখান শামীম হোসেন পাটোয়ারি। ১১৪ বলে ১২৪ রান করে ফেরেন মেন্ডিস। এই রান করতে ১৮টি বাউন্ডারি মারেন তিনি। পরে হাসারাঙ্গা আর দুশমান্ত চামিরার কল্যাণে লঙ্কানরা তোলে ৭ উইকেট ২৮৫ রান।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও দুশমন্ত চামিরা। দুটি করে উইকেট নেন দুনিত ওয়ালালাগে এবং ওয়ানেন্দু হাসারাঙ্গা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com