বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে টমটম চালক কাসেম হত্যার আলোচিত ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ (৯ জুলাই) বুধবার নিহত কাসেমের ছোট ভাই আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মামালায় গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো, বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের হানিফ মিয়ার পুত্র আল আমীন ও একই ইউনিয়নের আব্দাসতান্দ গ্রামের সফিক মিয়ার পুত্র আল আমীন। জানা যায়, আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে জীবিকার তাগিদে টমটম নিয়ে বাড়ী থেকে বের হন বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের লামাতাসী গ্রামের আব্দুল আলীর পুত্র কাসেম মিয়া (২৫)।মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের ধারণা কোন একদল ছিনতাইকারী চালক কাসেম কে হত্যা করে টমটম নিয়ে পালিয়ে গেছে।