সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন
দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর জগন্নাথ হল থেকে সঞ্জয় বাড়াইক (২২) নামে হবিগঞ্জের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, আজ সোমবার (১৪ জুলাই) ভোরে হলের ভেতরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায়। তিনি ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।
জগন্নাথ হল সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মানসুর বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
এদিকে, ঢাবি কর্তৃপক্ষ এক ফেইসবুক পোস্টে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।