মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

জকিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্ত্র মহড়া, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন ও প্রতিভা নিবাসের সামনে অস্ত্র হাতে মহড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ছবিতে দেখা যায়, দা হাতে সামনে দাঁড়িয়ে আছেন একজন যুবক এবং তার পেছনে সারিবদ্ধভাবে আরও ১২ জন যুবক। কেন এবং কী উদ্দেশ্যে তারা এমন মহড়া দিয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বহিরাগতদের এমন ভীতিকর মহড়া জকিগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে হতবাক করেছে। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক বলেন, ‘প্রতিষ্ঠান ছুটির পর বা বন্ধের দিনে হয়তো ভিডিওটি ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ভীতিকর কাজ গুরুতর অপরাধ। আমরা কোনোভাবেই এটি মেনে নেব না। অভিযুক্তদের অবশ্যই শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান কেবল শিক্ষা গ্রহণের স্থান নয়; এটি শৃঙ্খলা, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, এ বিষয়ে করণীয় ঠিক করতে রবিবার জরুরি বৈঠকে বসা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com