শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে মার্জ হচ্ছে না অন্যকোনো বিভাগ

তরফ নিউজ ডেস্ক : বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বিষয়টি নিশ্চিত করেন।

ড. নাজনীন জানান, পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম তাকে জানিয়েছেন, শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্যকোনো বিষয় মার্জ করার চিন্তা-ভাবনা নাই। যদি এমন উদ্যোগ নেওয়া হতো, তবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হতো।

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সাধারণ শিক্ষা ক্যাডারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে লোকপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয় মার্জ হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পড়লে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাধিকবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্বতন্ত্র শিক্ষা ক্যাডার বহাল রাখতে প্রতিবাদ সমাবেশ করেছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com