শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই প্রাণহানি

তরফ নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর গ্রামে স্থানীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন—জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৭) এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)। প্রত্যক্ষদর্শীদের মতে, মতিন মারধরের শিকার হয়ে এবং আকবর আলী বুকে ছুরিকাঘাতের কারণে প্রাণ হারান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে জিরাগাঁও ও লক্ষীপুর গ্রামের তরুণদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে লক্ষীপুর গ্রামের ফারুক মিয়া ও খেলু মিয়া, জিরাগাঁওয়ের জাকারিয়াকে মারধর করেন। খেলা শেষে জাকারিয়ার বাবা আব্দুল মতিন বিষয়টি জানতে আকবর আলীর বাড়িতে গেলে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মতিনের পক্ষের লোকজন বাজারে গিয়ে আকবর আলী ও তার সহযোগীদের ওপর হামলা চালায়।

ঘটনাস্থলেই গুরুতর আহত আব্দুল মতিনের মৃত্যু হয়। পরে আহত আকবর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, ফুটবল ম্যাচের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com