বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি রাস্তায় গেইট বসানোর অভিযোগ শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুই প্রাণহানি

সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্টভাবে জানান, বাহিনীকে উদ্দেশ্য করে করা এসব অপপ্রচারের নেপথ্যে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ জড়িত রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনী পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবে। অপপ্রচারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় না গিয়ে শান্ত থাকা ও আইনের প্রতি আস্থা রাখাই সর্বোত্তম পদক্ষেপ। তবে তিনি উল্লেখ করেন, এ ধরনের অপরাধ যথাযথভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় ৩৮ মিনিটের মূল বক্তব্যে এবং এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্বে সেনাপ্রধান বলেন—
“দেশের মানুষ সেনাসদস্যদের প্রতি আস্থা রাখে। তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই দেশপ্রেম, চেইন অব কমান্ড রক্ষা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের মাধ্যমেই এ আস্থা অটুট রাখতে হবে।”

এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, সেনা আইন ও প্রথা অনুযায়ী বাহিনীর ভেতরে সংঘটিত সব ধরনের অপরাধের বিচার হয়ে থাকে। তবে তাড়াহুড়া না করে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সরকার নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সেনাবাহিনী আইন অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালনে প্রস্তুত থাকবে।

তিনি আরও সতর্ক করেন—

  • সামাজিক যোগাযোগমাধ্যমে দেশি-বিদেশি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে সেনাবাহিনীর ঐক্য ও শৃঙ্খলার কারণে তা সফল হয়নি।

  • সেনা সদস্যদের রাজনৈতিক কার্যক্রম ও মাদক থেকে দূরে থাকতে হবে।

  • Aid to Civil Power কার্যক্রমে দায়িত্ব পালনের সময় কোনো জীবনহানি এড়াতে বিশেষ সতর্কতা নিতে হবে।

  • দুর্ঘটনা প্রতিরোধ, আত্মহত্যার প্রবণতা কমানো, পরিবার ও সন্তানদের প্রতি যত্নশীল হওয়া এবং সামাজিক-ধর্মীয় মূল্যবোধে সন্তানদের বড় করে তোলার ওপরও তিনি জোর দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com