বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দলটি ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ রোপণ করবে। একই সঙ্গে দেশের জলাশয় পুনরুজ্জীবিত করতে খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, “সংবিধান কিংবা লিখিত বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না। জনগণ রাজনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র ও সরকার শক্তিশালী হয়। সরাসরি ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের বিকল্প নেই।”
তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ দূর করতে হবে। “একাত্তর ছিল স্বাধীনতার যুদ্ধ, আর চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।”
কথার রাজনীতির পরিবর্তে কাজের রাজনীতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে।
আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তারেক রহমান উল্লেখ করেন, বিএনপি জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবে। দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাই হবে দলের অন্যতম লক্ষ্য।