সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

তরফ নিউজ ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রবিবার বিকালে মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি পুলিশি রিমাণ্ডে রয়েছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তৌহিদ আফ্রিদি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন কনটেন্ট তৈরির অভিযোগ আছে তার বিরুদ্ধে। যাত্রাবাড়ী থানায় আসাদ হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। একই মামলায় তার বাবাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি।

রবিবার রাতে সিআইডির একাধিক সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, সাথী গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিল। আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাতেই ঢাকা আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com