বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র্যালি ও শুভাযাত্রা বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারের গুলচত্বর এলাকায় গিয়ে শেষ করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা প্রত্যেকের হাতে ব্যানার-পেস্টুন নিয়ে খন্ড-খন্ড মিছিলে চুনারুঘাট দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে এসে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মোঃ জমরুত আলী, সহ-সভাপতি প্রফেসার মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এঢভোকেট মোঃ মীর সিরাজ, সিনিয়র যুগ্ন-সম্পাদক মোঃ আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল করিম সরকার, মোঃ জুবাইর কবির, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফিরোজ, প্রচার সম্পাদক মোঃ নুরুল অমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, মোঃ আবু তাহের লিল মিয়া, মোঃ আব্দুর রউফ উস্তার, হাজ্বী মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিক মিয়া, হাফেজ মোঃ হাবিবুর আলম, মোঃ জসিম উদ্দিন মামুন, মোঃ আতিকুল কবির, মোঃ সৈয়দ মাহফুজ, মোঃ সাব্বির চৌধুরী, এম এ রহিম, মোঃ আব্দুল মতিন সরদার, মোঃ ছুহরাব আলী, চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ শফিক মিয়া মহালদার, যুগ্ন আহবায়ক সৈয়দ মোঃ আবু নাইম হালিম, সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান জালাল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিক মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শামীম মিয়া তালুকদার, কলেজ ছাত্রদল নেতা মোঃ এমদাদুল হক ইমন, ছাত্রদল নেতা মোঃ রুকন ও উপজেলা উলামা দলের আহবায়ক মোঃ আবুল কাশেম আব্দাল প্রমূখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠেনর শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।