মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এবং টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (১১ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনবেন জাতীয় দলের এ দুই ক্রিকেটার।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
বিপ্লব বড়ুয়া বলেন, তারকা খেলোয়াড় মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির অফিসে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন।
আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে মাশরাফি ও সাকিব মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলেও জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সূত্র : বাংলানিউজ২৪ডটকম