রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
মাবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে হাবিবা আক্তার (২০) নামে এক যুবতীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে ঘরের গ্রিল ভেঙে ঘুমন্ত অবস্থায় ওই তরুণীর মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মারে দুর্বৃত্তরা। হাবিবা ওই গ্রামের এখলাছ মিয়ার মেয়ে। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিকেলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ঘরের গ্রিল ভেঙে হাবিবার মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মাড়ে। এতে হাবিবার পুরো মুখ ঝলসে যায়। এ সময় হাবিবার সঙ্গে ঘুমিয়ে থাকা তার বোন আয়েশা আক্তারের (১০) হাতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্তে নেমেছে বলে জানান তিনি।
হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ জানান, মেয়েটির প্রায় পুরো মুখে রক্ত জমাট বেধে লাল রঙ ধারণ করেছে। তবে এটি এসিড নাকি কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ তা তারা বুঝতে পারেননি। গুরুতর অবস্থায় রাতেই তাকে সিলেটে পাঠানো হয়েছে।