মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩ কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাহুবলে স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য জনবল নিয়োগ বিজ্ঞপ্তি বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেয় সোহাগ ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার পিএসসির প্রশ্নফাঁস: দায় স্বীকার করে ৭ জনের জবানবন্দি, ১০ জন কারাগারে দেশের সম্পদ বেচে মুজিবের মেয়ে ক্ষমতায় আসে না: প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি, প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

মাধবপুরে তরুণীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

প্রতীকী ছবি।

মাবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে হাবিবা আক্তার (২০) নামে এক যুবতীর মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে ঘরের গ্রিল ভেঙে ঘুমন্ত অবস্থায় ওই তরুণীর মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মারে দুর্বৃত্তরা। হাবিবা ওই গ্রামের এখলাছ মিয়ার মেয়ে। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ঘরের গ্রিল ভেঙে হাবিবার মুখে কেমিক্যাল জাতীয় পদার্থ ছুড়ে মাড়ে। এতে হাবিবার পুরো মুখ ঝলসে যায়। এ সময় হাবিবার সঙ্গে ঘুমিয়ে থাকা তার বোন আয়েশা আক্তারের (১০) হাতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে পুলিশ এ ব্যাপারে তদন্তে নেমেছে বলে জানান তিনি।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক সাইফুর রহমান সোহাগ জানান, মেয়েটির প্রায় পুরো মুখে রক্ত জমাট বেধে লাল রঙ ধারণ করেছে। তবে এটি এসিড নাকি কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ তা তারা বুঝতে পারেননি। গুরুতর অবস্থায় রাতেই তাকে সিলেটে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com