সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

শীতের বিছনাকান্দি

বর্ষায় এক, শীতের আরেক রূপ ধারণ করে থাকে সবুজ পাহাড়ের কোলে পাথুরে বিছনাকান্দির পিয়ান নদ।

তরফ নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জল-পাথরের শয্যাখ্যাত বিছনাকান্দি। মেঘালয় পাহাড়ের কোলে অবস্থিত সিলেটের এই পর্যটনকেন্দ্র। বর্ষায় এক, শীতের আরেক রূপ ধারণ করে সবুজ পাহাড়ের কোলে পাথুরে বিছনাকান্দির পিয়ান নদ। ভরা বর্ষায় পাহাড়ের বুক চিরে আসা বিছনাকান্দিতে পাথরের মাঝ দিয়ে ছলাৎ ছলাৎ পানির আওয়াজ থাকলেও শীতে প্রায় জলহীন পাথুরে বিছনাকান্দি। ক্ষণে ক্ষণে নানা রূপে ধরা দেয় পর্যটকদের চোখে। এ সময়ের বিছনাকান্দির পুরো এলাকায় পড়ে আছে ছোট-বড় পাথর। পাহাড়ের কোলে এ যেন পাথরের বিছানা। শীতে বেড়াতে আসা ভ্রমণপিপাসুর মন কাড়বে শীতের বিছনাকান্দি।

স্রোতহীন স্বচ্ছ জল আর হরেক রঙের পাথর।

 

নদে পানি নেই। অনেক স্থানে ধু ধু বালুচর।

 

শুকনো মৌসুমে নদে পানি না থাকায় যানবাহন সরাসরি নিয়ে যাওয়া যায় নদের বুকে।

 

বিছনাকান্দি থেকে চোখে পড়ে সীমান্তের ওপারে ঝুলন্ত সেতু।

 

পাথর আর কম পানিতে পর্যটকেরা সময় কাটাচ্ছেন।

 

সবুজ পাহাড়ের নিচে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা।

 

ছোট-বড় পাথরের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি।

 

নদে পানি না থাকায় অলস পড়ে আছে বিছনাকান্দির নৌকা।

 

স্রোতহীন বিছনাকান্দি। স্বচ্ছ জল রয়েছে কিছু অংশে। নদের জল আর পাথর রয়েছে মিলেমিশে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com