মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জল-পাথরের শয্যাখ্যাত বিছনাকান্দি। মেঘালয় পাহাড়ের কোলে অবস্থিত সিলেটের এই পর্যটনকেন্দ্র। বর্ষায় এক, শীতের আরেক রূপ ধারণ করে সবুজ পাহাড়ের কোলে পাথুরে বিছনাকান্দির পিয়ান নদ। ভরা বর্ষায় পাহাড়ের বুক চিরে আসা বিছনাকান্দিতে পাথরের মাঝ দিয়ে ছলাৎ ছলাৎ পানির আওয়াজ থাকলেও শীতে প্রায় জলহীন পাথুরে বিছনাকান্দি। ক্ষণে ক্ষণে নানা রূপে ধরা দেয় পর্যটকদের চোখে। এ সময়ের বিছনাকান্দির পুরো এলাকায় পড়ে আছে ছোট-বড় পাথর। পাহাড়ের কোলে এ যেন পাথরের বিছানা। শীতে বেড়াতে আসা ভ্রমণপিপাসুর মন কাড়বে শীতের বিছনাকান্দি।