রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিজ স্কুল এন্ড কলেজের ২০১৯ সনের এসএসসি পরীক্ষার্থীদের ঝাঁকজমকপূর্ন বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শফিকুল আলম।
স্কুলের অধ্যক্ষ মোঃ মোতাহির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল মিয়া তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নিরঞ্জন সাহা নিরু ও বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৯ সনে স্কুল থেকে অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।