শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত বর্তমানে উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্কে অবস্থান করছেন। এদিকে নিউ ইয়র্কে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ও তার স্ত্রী প্রিয়া ডায়েস। তিনি আজ কাজী হায়াতকে দেখতে যাওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি কাজী হায়াত সম্পর্কে লিখেন, কাজী হায়াত, বাংলাদেশের চলচিত্রের কিংবদন্তি। যার কাজ আমাদের চলচিত্রকে এগিয়ে নিয়েছে। আজ সন্ধ্যা থেকে সবাই মিলে দীর্ঘক্ষণ আড্ডা দিলাম। অনেক গল্প শুনলাম চলচ্চিত্রের, পাশাপাশি ব্যক্তিগত জীবনের। ভালো লেগেছে উনাকে হাসতে দেখে, ভালো লেগেছে উনি ভালো আছেন দেখে।