শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নন্দনপুর খইরুন্নেছা লতিফ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্কুলের অধ্যক্ষ মোছাঃ সালমা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আসাদুজ্জামান জুয়েলের প্রাণবন্ত উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জাব্বার। মূল বক্তা হিসাবে বক্তব্য রাখেন, অত্র স্কুলের পরিচালক মোঃ সাইফুর রহমান জুয়েল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে নবম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ সুমন মিয়া, গীতা পাঠ করে দশম শ্রেণির ছাত্র সজীব এন্দ লিটন। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে দশম শ্রেণির ছাত্রী মোছাঃ পলি আক্তার। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন, স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ রিমা আক্তার, মোছাঃ হনুফা আক্তার, মোছাঃ নাছিমা আক্তার, মোঃ মুজিবুর রহমান, সনজীব সোম, নয়ন দত্ত, মোছাঃ মিনু আক্তার, মোছাঃ হোছনা আক্তার, মোছাঃ রেহানা আক্তার, অষ্টম শ্রেণির ছাত্র রাজ উদ্দিন, মাহবুবা চৌধুরী তানিয়া, বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে মোছাঃ শিল্পী আক্তার, মোছাঃ শিফা আক্তার, মোঃ তোফাজ্জুল হোসেন প্রমুখ।
স্কুলের সকল ছাত্রছাত্রীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নন্দনপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রেজুয়ানুল হক। পরে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ হিসেবে বিভিন্ন উপহার তুলে দেন অতিথিবৃন্দ ও স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকাগন।